ব্যবহারকারীদের নিরাপদ রাখতে গোপনীয়তা বিষয়ক নতুন নির্দেশিকা উন্মুক্ত করেছে সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেইসবুক। চুরি ঠেকিয়ে তথ্য আরও অধিক সুরক্ষিত রাখার চিন্তা থেকে এই উদ্যোগ নেয় মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানটি।
ফেইসবুকের প্রাইভেসি বেসিকস পোর্টাল থেকে জানা গেছে, জটিল নির্দেশিকা আরও সহজ করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটিতে ১১ টি ভিজুয়াল ও ইন্টারঅ্যাক্টিভ গাইডলাইনস যোগ করা হয়েছে।
পোর্টালটিতে আরও জানানো হয়েছে, সুরক্ষিত পাসওয়ার্ড তৈরির উপায়, সন্দেহজনক কার্যক্রম চিহ্নিত করার কৌশল ও অ্যাকাউন্ট হ্যাকের ক্ষেত্রে করণীয় নিয়ে নির্দেশিকার ‘হাউ টু কিপ ইয়োর অ্যাকাউন্ট সিকিউর’ অংশে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে।
কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্টফোন থেকে ফেইসবুকের নতুন নির্দেশিকা দেখা যাচ্ছে। আপাতত ৪০ টি ভাষায় নতুন নির্দেশিকা পাওয়া যাচ্ছে।