কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মো. মুজিবুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২০ মার্চ) রাতে কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম মুক্তিযোদ্ধার কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে আইজিপি বরাবর পাঠানো এক চিঠিতে করিমগঞ্জ থানার ওসি মুজিবুরকে প্রত্যাহার করে সেখানে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করে নির্বাচন কমিশন সচিবালয়কে জানাতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশক্রমে সহকারী সচিব নূর নাহার ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. নাসিরুল ইসলাম খান আওলাদের ওসির ভূমিকা নিয়ে ইসিতে অভিযোগের প্রেক্ষিতে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে করিমগঞ্জ থানার ওসি মো. মুজিবুর রহমান বলেন, আমি অন্যায় কোন কাজ করিনি। এছাড়া আমি আমার কর্তব্য পালনে বিন্দুমাত্র শৈথিল্যও দেখাইনি। এরপরও যেহেতু বদলির চাকরি, তাই এ ব্যাপারে যেকোন পরিস্থিতির জন্য আমাদের তৈরি থাকতে হয়।