কিশোরগঞ্জের ভৈরবে অভিনব কায়দায় ট্রেনের টিকিট বেশি দামে বিক্রি করার সময় ভৈরব রেলওয়ে স্টেশন থেকে তুহিন নামের একজনকে আটক করেছে র্যাব- ১৪, ভৈরব ক্যাম্প।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে তাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা আন্তঃনগর বিভিন্ন ট্রেনের মোট ১৮টি টিকেট উদ্ধার করা হয়।
পরে টিকেট কালোবাজারি মোঃ তুহিন মিয়াকে ২ মাস কারাদন্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
এ বিষয়ে র্যাব- ১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়ির এডি চন্দন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তিযোদ্ধার কন্ঠকে বলেন, ট্রেনের টিকেট বেশি দামে বিক্রি করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। সে ভৈরবে টিকেট কালোবাজারির সাথে জড়িত রয়েছে বলেও জানান তিনি।