muktijoddhar kantho logo l o a d i n g

করিমগঞ্জ

করিমগঞ্জে ২৫ মার্চের শহীদদের স্মৃতিচারণ ও আলোচনা সভা

কিশোরগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত হলরুমে ২৫ মার্চের শহীদদের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মনির উদ্দিন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আসাদ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি রেজাউল হাবীব রেজা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান, ননটেক সাবিকুন্নাহার লিজা, ইনস্টিটিউটের ফুড বিভাগের প্রধান আবিদা সুলতানা, ইলেকট্রনিক বিভাগের প্রধান এ,এইচ,এমন আইয়ুব আলী, কম্পিউটার বিভাগের প্রধান সৈয়দ কামরুল হাসান ও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর অব পাওয়ার, মুক্তিযোদ্ধা সন্তান আবদুল বাতেন।

পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লাইব্রেরিয়ান জয়নাল আবেদিন অনুষ্ঠানটি পরিচালনা করেন।

সভায় প্রধান অতিথি ১৯৭১ সনের ২৫ মার্চের কালোরাতের শহীদদের স্মৃতিচারণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সার্বিক মুক্তি অর্জনের জন্য প্রস্তুত থাকার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বলেন, মানবতাবিরোধী সকল কার্যক্রমের মূলোৎপাটন করার আহবান জানিয়ে ছাত্র-ছাত্রীদেরকে করিমগঞ্জ উপজেলা ও কিশোরগঞ্জ জেলার যুদ্ধাপরাধীদের বিচারের সফল উদ্যোগের গল্প শোনান।

শেষে সভাপতি প্রকৌশলী মনির উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Tags: