muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বনানীতে বিদেশিসহ আগুনে নিহত ১৯

রাজধানীর বনানীর বহুতল ভবন এফ আর টাওয়ারে ভয়াবহ আগুনে এক বিদেশিসহ ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৬৮ জন ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এনায়েত উল্লাহ।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে তিনজন, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দুজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন এবং ঘটনাস্থলে ১৩ জন মারা গেছেন।

তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে উদ্ধারকাজ চলছে। সেখানে কেউ জীবিত অথবা মৃত অবস্থায় আটকা পড়ে আছেন কি না- তা অনুসন্ধানে উদ্ধার টিম কাজ করছে। 

এর আগে নিহতদের মধ্যে সাত জনের পরিচয় নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী।

তিনি বলেন, ‘নিহতদের মধ্যে রয়েছেন পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মো. মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর রহমান (৬৬) ও মো. মনির (৫০)।’

পুলিশ জানায়, আমেনা মারা গেছেন অ্যাপোলো হাসপাতালে। পারভেজ সাজ্জাদ বনানী ক্লিনিকে, নিরস চন্দ্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং মামুন, মাকসুদুর ও মনির ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। তাদের লাশ সংশ্লিষ্ট হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২তলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিটের দীর্ঘ সময়ের চেষ্টার পর বিকেল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Tags: