muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে সৌর বিদ্যুৎ চালিত গভীর নলকুপের পানিতে তৃপ্তি পাচ্ছে শিক্ষার্থীরা

কিশোরগঞ্জের সৌর বিদ্যুৎ চালিত গভীর নলকুপের পানিতে তৃপ্তি পাচ্ছে শিক্ষার্থীরা।

জানা গেছে, কিশোরগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জেলা সদরের কাটাবাড়িয়া এ আর খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সৌর বিদ্যুৎ চালিত ব্যতিক্রমী পদ্ধতির এই গভীর নলকুপটি বসানো হয়েছে। এতে করে শিক্ষার্থীরা সব সময় সুপেয় পানি পান করে তৃপ্তি পাচ্ছেন। বিদ্যুৎ না থাকলেও সার্বক্ষণিক সৌর বিদ্যুতে পানি উৎপন্ন করা হচ্ছে।

কিশোরগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ আবু জাকারিয়া বলেন, একটি প্রকল্পের আওতায় জেলা সদরে এই প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি পানের এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বরাদ্দ পেলে আরও নলকুপ স্থাপন করা হবে বলেও জানান তিনি।

Tags: