হঠাৎ করেই গোলযোগ দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামে। ব্রিটিশভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে ‘ডাউন’ হয়ে গেছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রাম।
বিশ্বব্যাপী বিভিন্ন দেশ থেকেই এই জনপ্রিয় সামাজিক মাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে।
রোববার সকাল ১১ থেকেই ফেসবুকের এই তিনটি সামাজিক নেটওয়ার্কিং সাইটে গোলযোগ দেখা দিয়েছে। ব্রিটিশভিত্তিক পর্যবেক্ষণ ওয়েবসাইট ডাউনডিটেক্টর যুক্তরাজ্য, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার অভিযোগ পেয়েছে।
বাংলাদেশসহ এশিয়ার বেশ কিছু অংশেও এ সমস্যা দেখা দিয়েছে। অনেকেই এ বিষয়টি নিয়ে টুইট করেছেন। রোববার সকালে ফেসবুক নিয়ে প্রায় ছয় হাজার এবং ইন্সটাগ্রাম নিয়ে চার হাজার অভিযোগ জমা পড়েছে ডাউনডিটেক্টরের কাছে। কী কারণে এই সমস্যা দেখা দিয়েছে সে বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।