muktijoddhar kantho logo l o a d i n g

ইটনা

ইটনায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী জমি পেলেন রানা প্লাজায় ক্ষতিগ্রস্থ ২ পরিবার

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জাবেদুর রহমান ও শাহীন মিয়া সংসারে জীবিকা নির্বাহের জন্য ঢাকায় কাজ করতে যান। তারা দুজনই রানা প্লাজায় ১টি গার্মেন্সে চাকুরী নেয়। ২০১৩ সালে রানা প্লাজার দুর্ঘটনায় ২ জনরেই স্বপ্নভঙ্গ হয়। দুর্ঘটনায় এদের ১জন উপজেলার এলংজুরী ইউনিয়নের নয়নগর গ্রামের জুয়াদ আলী মিয়ার পুত্র জাবেদুর রহমান গুরুতর আহত হন এবং একই গ্রামের ফজলুর রহমানের ছেলে শাহীন মিয়া নিহত হন। ঐ ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ভয়রা মৌজায় মোট ০.৮৮ একর ভূমি বন্দোবস্ত দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। গত শনিবার সকালে ইউনিয়ন ভূমি অফিসার প্রদীপ কুমার রায় ২ পরিবারকে সরজমিনে দলিল ও দখল বুঝিয়ে দেন। এসময় তিনি জানান, ভূমি বন্দোবস্তের ব্যাপারে সদ্য বিদায়ী ইউএনও মশিউর রহমান খান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানের সার্বিক সহযোগীতায় ক্ষতিগ্রস্থের মধ্যে বন্দোবস্ত দেওয়া সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্থ জাবেদুর রহমান জানান, রানা প্লাজায় দুর্ঘটনায় সব হারিয়ে নিঃশ্ব হয়ে অন্যের বাড়ীতে আশ্রয় নিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ৪৪ শতাংশ ভূমি পেয়ে মাথা গোঁজার ঠাই হয়েছে। জাবেদুর রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

Tags: