muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল অস্ট্রেলিয়া

australia-visiting-banned-ba
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ বাংলাদেশ ভ্রমণে দ্বিতীয়বারের মতো সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে বাংলাদেশে কর্মরত অস্ট্রেলীয় কর্মকর্তা-কর্মচারীদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বেচ্ছায় অস্ট্রেলিয়া ফিরে যেতে বলা হয়েছে। আজ শুক্রবার জারি করা সর্বশেষ সতর্কবার্তায় অস্ট্রেলিয়ার সরকার এ নির্দেশনা দিয়েছে।

সতর্কবার্তায় জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার সরকারের অর্থায়নে বাংলাদেশে অবস্থানরত স্বেচ্ছাসেবকদের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যাহার করা হবে। সতর্কবার্তায় আরও বলা হয়, আইএসআইএল (ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ত) বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি শিয়া মসজিদে আরেকটি হামলা চালানোর দাবি করেছে।

এতে দেশটির নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, সতর্কতার পরামর্শের মাত্রা পরিবর্তন হয়নি। বাংলাদেশে আপনাদের উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন করা উচিত।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য-সংক্রান্ত বিভাগ (ডিফ্যাট) বাংলাদেশ সম্পর্কে জানিয়েছিল, এখানে (বাংলাদেশে) অস্ট্রেলিয়ানদের জন্য ঝুঁকি আছে।

Tags: