‘‘স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ- ২০১৯ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২০ এপ্রিল) সকালে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোঃ মামুন উর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনা (ভূমি) জ্যোতিশ্বর পাল, স্বাস্থ্য বিভাগের অবঃ উপ-পরিচালক ডা. সৈয়দ আবু ওবায়দা, থানার অফিসার ইনচার্জ আবদুল হাই তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ আবু সাঈদ ভূঁইয়া, কুলিয়ারচর ফায়ার স্টেশন অফিসের স্টেশন অফিসার মোঃ আবুল কালাম, একাডেমিক সুপারভাইজার মোঃ মুশফিকুর রহমান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ খালেদ আহমেদ শরীফ, ডাঃ মকুল চৌধুরী, ডাঃ রাজেশ কান্তি দাস, ডাঃ শান্তা দাস, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নূরুল আলম বাচ্চু, উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, সিএইচসিপি মোঃ মাহাদী হাসান, এমটিইপিআই মোঃ সাইদুর রহমান, এস আই মোঃ আবুল কাশেম সহ বীর মুক্তিযোদ্ধা, হাসপাতালের স্টাফ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মোঃ আনিছুর রহমান।
উল্লেখ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে গত ১৬ এপ্রিল হতে ২০ এপ্রিল পর্যন্ত জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ -২০১৯ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে। এছাড়া হাসপাতালে অগ্নি নির্বাপন বিষয়ে মহরা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সারাদিন ব্যাপী বেসরকারি সেবা মূলক প্রতিষ্ঠান হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও আল-রাজ্জাক ডিজিটাল মেডিকেল সেন্টারের সহযোগীতায় বিনামূল্যে ডায়বেটিক ও ব্লাড গ্রুপিং পরীক্ষা করা হয়।