বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের বিরুদ্ধে ঋণ খেলাপীর তথ্য গোপনের অভিযোগে বরগুনার যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালে সোমবার প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান প্রার্থী শামছুদ্দিন আহম্মেদ সজু মামলা দায়ের করেছেন ।
মামলায় উল্লেখ করা হয়েছে, গোলাম সরোয়ার ফোরকান পটুয়াখালী নিউ টাউন শাখা রূপালি ব্যাংক থেকে ২৭ লক্ষ ৩৩ হাজার টাকার ঋণ গ্রহণ করে যথা সময় পরিশোধ না করায় তিনি ঋণ খেলাফি হিসাবে তালিকাভুক্ত হয়েছেন। তিনি নির্বাচনের সময় মনোনয়ন পত্রে দেয়া হলফনামায় তিনি এই বিষয়টি গোপন রেখেছেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে শপথ গ্রহণের কার্যক্রম কেন স্থাগিত করা হবেনা আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানকে ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন ।
নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান আদালতের নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল যথাসময়ে আমার আইনজীবির মাধ্যমে শোকজের জবাব দেয়া হবে। বাদীর পক্ষে মামলা পরিচালনা করেণ অ্যাডভোকেট জগদীশ চন্দ্র।