কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের বড়বাজারে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে তিনটি রেস্টুরেন্টকে ২ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড করা হয়।
বৃহস্পতিবার সকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে অর্থদণ্ড করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
এ সময় তিনি জানান আসছে পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যর বাজার স্থিতিশীল ও ভেজাল মুক্ত খাবার বিক্রি নিশ্চিত করনে ব্যবসায়ীদেরকে নির্দেশনা প্রদান করা হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইটনা থানার এসআই শাহ আলম, স্যানিটারী ইন্সপেক্টর আনিসুর রহমান ভূইয়া, ইউনিয়ন ভূমি সহকারী অফিসার বাপ্পী দেবনাথ, অফিস সহকারী মোঃ মকবুল হোসেন প্রমুখ।