muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট উদ্বোধন

কিশোরগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি এর উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় কিশোরগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট ছাড়াও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের আওতায় চট্টগ্রাম, গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে নির্মিত ইনস্টিটিউট ও স্থাপনাসমূহের উদ্বোধন করেন তিনি।

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে কিশোরগঞ্জ প্রান্ত থেকে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাজমুল ইসলাম সোপান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মো. মুজিবুর রহমান প্রমুখ যুক্ত হন।

এতে জেলা প্রশাসনের সরকারী কর্মকর্তা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: