কিশোরগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি এর উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় কিশোরগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট ছাড়াও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের আওতায় চট্টগ্রাম, গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে নির্মিত ইনস্টিটিউট ও স্থাপনাসমূহের উদ্বোধন করেন তিনি।
জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে কিশোরগঞ্জ প্রান্ত থেকে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাজমুল ইসলাম সোপান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মো. মুজিবুর রহমান প্রমুখ যুক্ত হন।
এতে জেলা প্রশাসনের সরকারী কর্মকর্তা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।