মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবুজ সংকেত পেলেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ বন্ধ থাকা অ্যাপসগুলো খুলে দেওয়া হবে।
শনিবার সিলেট এমসি কলেজে ওয়াই-ফাই জোনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথ বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, অপব্যবহার রোধেই সাময়িকভাবে এগুলো বন্ধ রাখা হয়েছে। তবে এটি সাময়িক, সবুজ সংকেত পেলেই এসব মাধ্যম খুলে দেওয়া হবে। এ বিষয়ে সরকার সচেতন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, রবি’র চিফ করপোরেট অফিসার মতিউল ইসলাম নওশাদসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রতিমন্ত্রী বলেন, সাইবার অপরাধরোধে শিগগির আইন প্রণয়ন করা হবে। এ-সংক্রান্ত ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া তৈরির কাজ চলছে। শিগগির তা মন্ত্রিসভায় পাঠানো হবে।