কিশোরগঞ্জের ইটনায় ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ ও ইটনা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অটিজম বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্টিত।
মঙ্গলবার সকালে দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম। শিক্ষক, স্কাউট স্টুডেন্ট, অটিজম পরিবারের গার্ডিয়ান, সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তিবর্গের অংশগ্রহনে ওয়ার্কশপে ট্রেইনার হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, গুরুদয়াল সরকারী কলেজের ভূগোল ও পরিবেশের সহকারী অধ্যাপক শাহাদত হোসেন, প্রভাষক মোঃ মোশারফ হোসাইন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ ইসলাম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামাল উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, সরকারী মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, চৌগাংগা শহিদ সৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান খোকন প্রমুখ।