স্পোর্টস ডেস্কঃ অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা স্পিনার সুনীল নারিন।
রোববার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
গত ৭ নভেম্বর পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নারিনের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছিল আম্পায়ারদের। পরে ১৭ নভেম্বর লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন নারিন।
রোববার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পরীক্ষায় নারিনের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে। তার সব ধরনের ডেলিভারিই ১৫ ডিগ্রির নির্ধারিত সীমা অতিক্রম করে। অ্যাকশন শোধরানোর আগে আন্তর্জাতিক ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না নারিন।
আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, বাইরের কোনো ঘরোয়া লিগেও বোলিং করতে পারবেন না নারিন। শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে নিজেদের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন এই অফ স্পিনার।
অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) আর খেলা হচ্ছে না নারিনের। এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চার ম্যাচ খেলে চার উইকেট নিয়েছেন তিনি।