কিশোরগঞ্জে ইয়াবাসহ জামান মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের মহিষবেড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ১হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়। সে মহিষবেড় গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, অভিযানে ২৮০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির এক হাজার পাঁচশত টাকাসহ মাদক ব্যবসায়ী মো. জামান মিয়াকে হাতেনাতে আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরও জানান মাদককে নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানিয়েছেন।