muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

শোলাকিয়ায় ১৯২তম ঈদ-উল-ফিতরের নামাজের প্রস্তুতিমূলক সভা

ঐতিহাসিক শোলাকিয়া ঈদাগাহে ১৯২তম ঈদ-উল-ফিতরের নামাজ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, পিপি শাহ আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল মাসউদ, সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, র‌্যাব- ১৪ (সিপিসি-২) লেঃ এম. শোভন খান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশল আশরাফ আলী খান, গণপূর্তের নির্বাহী প্রকোশলী মোঃ আজমল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মশিউর রহমান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এ্যাড. এ.বি.এম লুৎফর রাশিদ রানা, সাংবাদিক একে নাছিম খান, সাইফুল হক মোল্লা দুলু ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সম্পাদক (ভারপ্রাপ্ত) কমল কুমার ঘোষ প্রমুখ।

সভায় শোলাকিয়া ঈদগাহে নামাজ আদায়ের সুবিধার্থে ঈদের দিনে কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও ভৈরব-কিশোরগঞ্জ রোডে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি স্পেশাল চলাচল করবে। এছাড়াও সিসি ক্যামেরা, নিরাপত্তা চৌকী, ড্রোন ক্যামেরাসহ ৫ প্লাটুন বিজিবি, র‌্যাব, পুলিশসহ অন্যান্য গোয়েন্দা বাহিনী মোতায়েন করা হবে। তাছাড়াও বেসরকারী টিভি চ্যানেল আই উক্ত জামাত সরাসরি সম্প্রচার করবে।

Tags: