পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সোমবার বেলা ১২টা ১০ মিনিটে ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগ বাংলামেইলকে এ বিষয়টি নিশ্চত করেছে।
এ সফরে পাকিস্তান দল ৩টি ওয়ানডে, ২টি টেস্ট এবং ১টি টি২০ ম্যাচ খেলবে। ঢাকায় নেমেই পরদিন (মঙ্গলবার) শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে পাকিস্তান দল। কারণ ১৭ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি।
তবে তার আগে ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে আজহার আলীর দলটি। সিরিজের বাকি দুটি ওয়ানডে ও একটি টি২০ ম্যাচ হবে মিরপুরেই। পরে প্রথম টেস্ট খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মিরপুরে দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে পাকিস্তানের প্রায় এক মাসের বাংলাদেশ সফর।