muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে এসএসসিতে ৬৫৯ জিপিএ-৫

কিশোরগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৬৫৯ জন পরীক্ষার্থী। জেলার মোট ২৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সাফল্যের ধারাবাহিকতায় এবারও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষস্থান অর্জন করেছে এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টিতে শতভাগ পাশসহ জিপিএ-৫ পেয়েছে ১৩৬ জন পরীক্ষার্থী।

সোমবার দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে জেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কিশোরগঞ্জ সরকারি বালক বিদ্যালয়। বিদ্যালয়টির মোট ২৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৪০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১৮ জন ছাত্র।

এছাড়া ৪৭ জিপিএ-৫ নিয়ে জেলায় তৃতীয় অবস্থানে রয়েছে বাজিতপুরের আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে মোট ২৫০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৪৮ জন উত্তীর্ণ হয়েছে।

এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর জানান, ফলাফলে আমরা সন্তুষ্ট। গত পাঁচ বছরে এ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসিতে কোনো ফেল নেই। শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন।

Tags: