muktijoddhar kantho logo l o a d i n g

কটিয়াদী

কটিয়াদীতে স্বামীর হাতে স্ত্রী খুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে কাঞ্চন বানু (৬৫) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে তারই স্বামী।

মঙ্গলবার রাতে কটিয়াদী পৌরসদরের কামারকোনা গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক স্বামী মো. মহর উদ্দিন ঘটনা ঘটিয়ে পরক্ষনই পালিয়ে যায়। মহর উদ্দিনের ২ছেলে ১মেয়ে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মহর উদ্দিনের স্ত্রী কাঞ্চন বানু প্রতিদিনের মত রান্নার কাজ করছিল। রান্না
কাজ শেষ করে ইফতার করার জন্য তার স্ত্রী ঘরে যেতে চাইলে সেখান থেকে মহর উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে বুকের দিকে আঘাত করে সে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগীতায় ৬৫বছরের বৃদ্ধা কাঞ্চন বানুকে আহত অবস্থায় সরাসরি ভাগলপুর মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মৃত্যুবরণ করেন।

পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটিকে থানায় নিয়ে যায়।

কটিয়াদী মডেল থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াৎ এই
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tags: