muktijoddhar kantho logo l o a d i n g

শিক্ষা

১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফলাফল এ সপ্তাহে

১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। ফল তৈরির সব প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ফল তৈরির সকল প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। খুব শিগগিরই ফল প্রকাশের অনুমতি চাওয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ের অনুমতি পেলেই ফল চলতি সপ্তাহেই শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ‌‘১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৮’ এর বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই পরীক্ষায় প্রার্থিরা গত ১৯ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আগামী ২৬ ও ২৭ জুলাই শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শেষ ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

Tags: