muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

খালেদা জিয়ার মামলার বিচার এবার কেরানীগঞ্জ কারাভবনে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিম্ন আদালতে বিচারাধীন মামলাগুলোর বিচার এবার কেরানীগঞ্জের কারাভবন আদালতে বসবে।

গত রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি হয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল সোমবার নিশ্চিত করেন।

তিনি জানান, বিএনপির চেয়ারপারসনের নাইকো, গ্যাটকো ও বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির তিনটি মামলাসহ অন্যান্য আইনের মামলাগুলোর বিচার পরবর্তী ধার্য তারিখ থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনের অস্থায়ী আদালতে বসবে।

মোশাররফ হোসেন কাজল জানান, মঙ্গলবার গ্যাটকো মামলার বিচার দিয়ে সেখানে আদালতের কার্যক্রম শুরু হবে।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন এখন চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে রয়েছেন।

পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পুরোনো কারাগারে এক বছরের বেশি সময় বন্দি থাকার পর গত ১ এপ্রিল চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। এতদিন নাজিমউদ্দিন সড়কের কারাগারের ভেতরে স্থাপিত আদালত বসিয়ে খালেদা জিয়ার নাইকো মামলা এবং অন্যান্য মামলাগুলো বকশীবাজরের আলিয়া মাদ্রাসা মাঠে বিচার চলছিল।

Tags: