ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে ও বাংলাদেশ হকি ফেডারেশনের সহযোগিতায় প্রতিভাবান নারী হকি খেলোয়াড়দের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প আজ বিকাল ৩টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোহা: মোমিনুর রহমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আলহাজ্ব আব্দুর রশীদ শিকদার ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ.কে. এম মমিনুল হক সাঈদ। সভাপতিত্ব করেন মো: ইয়াছিন আলী,সহসভাপতি,বাংলাদেশ হকি ফেডারেশন।
১৪-৫-২০১৯ তারিখ থেকে শুরু হওয়া প্রশিক্ষণে মোট ৫০ জন খেলোয়াড় হকির যোগ দিয়েছে। প্রশিক্ষণ প্রদান করছেন মো: তারিকউজ্জামান নান্নু ও হেদায়েতুল ইসলাম রাজিব।
আগামী ২৯ মে শেষ প্রশিক্ষণ শেষ হবে।