কিশোরগঞ্জের বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) সকালে উপজেলার সরারচর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
বাজিতপুর থানার ওসি (তদন্ত) সারোয়ার জাহান মুক্তিযোদ্ধার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজ্জাক উপজেলার দক্ষিণ সরারচর গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে সরারচর বাজারের পিরিজপুর রোডে পিডিবির লাইনে বিদ্যুৎ সংযোগের কাজ করতে যান রাজ্জাক। এসময় তিনি অসাবধানতায় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।