মন্ত্রিসভা গঠনের সাড়ে চার মাস পর তা আজ পুনর্বিন্যাস করা হয়েছে।
রোববার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস-১৯৯৬ এর রুল ৩(৪) অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণের মধ্যে নিম্নোক্ত মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব পুনর্বিন্যাসক্রমে বণ্টন করেছেন।
![](http://www.risingbd.com/media/imgAll/2019May/bg/Cabinet20190519173953.jpg)
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বারকে একই মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।
প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী করা হয়েছে তাজুল ইসলামকে। একই মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে স্বপন ভট্টাচার্যকে।
![](http://www.risingbd.com/media/imgAll/2019May/bg/Cabinet_120190519174542.jpg)
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।