কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাজরা তারাকান্দি বাসস্ট্যান্ড – কুলিয়ারচর বাজার সড়ক ও জনপদ এর রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তার দু’ পাশে দন্ডায়মান মরা গাছ গুলো সামান্য ঝড়- তুফান হলেই রাস্তায় ও রাস্তার পাশে থাকা ঘর-বাড়িতে উপড়ে ও ভেঙ্গে পরে জনসাধারণের নিয়মিত ক্ষয় ক্ষতি সহ মৃত্যুর ঝুঁকি বাড়ছে। যার ফলে এ সড়কে চলাচল কারী যাত্রী সহ আশে-পাশের বাসিন্দারা ঝড়- তুফান হলেই আতঙ্কে দিন কাটায়।
কুলিয়ারচর পৌর এলাকার মেরাতলি গ্রামের মোঃ মনিরুজ্জামান মেনু (৩২), জয়নাল (৫০) ও পূর্ব গাইলকাটা গ্রামের জুয়েল (৩৫) বলেন, রাস্তার দু’ পাশে দন্ডায়মান শতাধিক মরা গাছের কারণে রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোন সময় মরা গাছ যানবাহন কিংবা পথচারীদের ওপরে পরে প্রাণহানির আশঙ্কা রয়েছে। অনতিবিলম্বে এ রাস্তার মরা গাছ গুলো অপসারণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন তারা।