গত ২৩শে মে বৃহঃবার মাছরাঙ্গা রেস্টুরেন্ট অনাড়ম্বরপূর্ণ আয়োজনে হয়ে গেল বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার ইফতার অনুষ্টান। অনুষ্টানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি কহিনুর আফজল। এসময় সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্যগন ছাড়াও উক্ত অনুষ্টানে কিশোরগঞ্জের সাংস্কৃতিক, সামাজিক, পেশাজীবি, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনীতি সংগঠনের নেত্রীবৃন্দ উপস্হিত ছিলেন।
ইফতার আনুষ্টানে অংশ গ্রহন করেন কিশোরগঞ্জের এডিসি শিক্ষা ও আইসিটি আবদুল্লাহ আল মাসউদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা এ্যাড এম এ আফজল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক (পিপি) এ্যাড শাহ আজিজুল হক, এ্যাড নাছির উদ্দিন ফারুকী, প্রাণেশ কুমার চৌধুরী, সিনিয়র সাংবাদিক মু আ লতিফ, আবু খালেদ পাঠান, জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তুফা কামাল, জেলা কৃষক লীগের সভাপতি আহম্মদ উল্লাহ, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বাচ্ছু, জেলা পরিষদের সদস্য ফৌজিয়া জলিল, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, সাংস্কৃতিক সংগঠক এটিএম মোস্তুফা, মুক্তিযোদ্ধার কণ্ঠ’র নির্বাহী সম্পাদক আহমদ নিঝুম, আবৃত্তি শিল্পী ম ম জুয়েল, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য সচিব শেখ ফরিদ আহম্মদ, মুক্তিযুদ্ধা আবুল কাশেম, সৈয়দ রেজুয়ান উল্লাহ বাশার, সন্দীপনের সভাপতি বিজন বণিক, ক্রীড়া সংগঠক হোসেন সারোয়ার লিটন, মানবাধিকার নাট্র্য পরিষদের সভাপতি হারুন আল রশিদ, সাহিত্য পত্রিকা শিরদাঁড়ার উপদেষ্টা দেবাশীষ ভৌমিক, নাট্ট্য কর্মী মিলন-সাত্তার, ন্যাশনাল ব্যাংক কিশোরগঞ্জ শাখার ম্যনেজার শেখ শাহিনুর জামান সুমন, আব্দুর রহমান, সংগীত শিল্পী চন্দন দেবনাথ, মজিবুর রহমান, কনক কান্তি বিশ্বাস, মাসুদুর রহমান আকিল, সুমন চৌহান, কায়েস বিন আকন্দ, মিজানুর রহমান, বাব্পী বণিক, পূজা, রুপা, সেতু, উজ্জল আলী, সাখায়াৎ হোসেন, নৃত্যগুরু নারায়ন দেব, ধনেষ পন্ডিত, সুব্রত দে টুনটুন, দেবাশীষ সাহা আকাশ, আবৃত্তি শিল্পী কবি বাঁধন রায়, সোহেলী শিরিন শিমা, সারা বিনতে আফজল, কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের সভাপতি জিয়াউর রহমান, জেলা ছাত্রলীগ সহ সভাপতি জে এ কাইয়ুম সহ নারীনেত্রীবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক আসলামুল হক আসলাম।