muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ঈদে টিকিট কালোবাজারি রোধে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন উপদেষ্টা কমিটির বিশেষ সভা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টিকিট কালোবাজারি রোধে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন উপদেষ্টা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ মে) কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও রেলওয়ে স্টেশন উপদেষ্টা কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। এসময় বেসরকারি শিক্ষক কর্মচারি অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আ.ন.ম নৌশাদ খান, গণতন্ত্রী পার্টির সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল হাসান, রেলওয়ে স্টেশন মাস্টার, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীগণ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শোলাকিয়া ঈদগাহ মাঠে আগত মুসুল্লি ও যাত্রী সেবার মান নিয়ে আলোচনা করা হয়। টিকিট কালোবাজারি রোধে ২৯ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত একজন মেজিস্ট্রেট প্রতিদিন স্টেশন পরিদর্শনের প্রস্তাব রাখা হয়। এছাড়া স্টেশন আধুনিকায়ন করার লক্ষে ফ্যান ও এলইডি সেবা ও যাত্রী ভোগান্তি রোধে কমপার্টমেন্ট বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।

Tags: