কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, বই পড় জীবনকে পরিবর্তন করে।
তিনি আজ সোমবার (২৭ মে) দুপুরে কুলিয়ারচর উপজেলা প্রশাসন ও কিশোরগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে ” অনলাইনে গণগ্রন্থাগার সমূহের ব্যবস্থাপনা ও উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় বই পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, আমি এ উপজেলায় এ ধরণের অনুষ্ঠান আরো বড় পরিসরে করতে চাই এবং বিজয়ীদের মাঝে অনেক উন্নত মানের পুরস্কার দিতে চাই। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান মোঃ আজিজুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসের নাজির মোঃ রাফিউল হক।