কিশোরগঞ্জের ভৈরবে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যেখানে দুস্থ ও অসহায় মানুষ সেখানেই ঈদের প্রয়োজনীয় উপকরন বিতারণের জন্য ছুটছেন ভৈরব উপজেলার নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।
“মানুষ মানুষের লাগি সবাই মিলে ঈদ আনন্দ চল করি ভাগাভাগি” এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার বিকালে উপজেলার বিভিন্ন স্থানে রাস্তার পাশে গাড়ি থামিয়ে ঈদ সামগ্রী নিজ হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।
আজ শুক্রবার ও শনিবার দুই দিনে প্রায় ২ শত দুস্থ, অসহায় ও গরীব মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিতরণ করবেন বলে জানান এই কর্মকর্তা।
উপকরণ পাওয়া আমেনা বেগম নামে একজন বৃদ্ধা বলেন, এই প্রথম বড় কোনো অফিসার এসে নিজ হাতে ঈদের জিনিস গুলো দিয়েছেন। তিনি এ কথা বলতে বলতে আনন্দে কেঁদে ফেলেন। চোখ মুছতে মুছতে এই বৃদ্ধা বলেন, আল্লাহ তায়ালা তাকে আরো অনেক বড় করুক। তিনি যেন সারাজীবন অসহায় মানুষের পাশে দাড়াতে পারেন।