বিশ্বকাপ মানেরই বাড়তি উত্তেজনা। ক্রিকেটপ্রেমীদের উত্তাপ যেন সর্বোত্র। এরইমধ্যে পর্দা উঠেছে বিশ্বকাপের ১২তম আসরের। তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের মতো দ্বিতীয় দিনও টিকিট নিয়ে দেখা দেয় জটিলতা। ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান ম্যাচে টিকিট পেতে দেরি হওয়া প্রায় হাজার খানেক দর্শক খেলাটি দেখা থেকে বঞ্চিত হয়েছেন। তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষমা চেয়ে টিকিটের অর্থ ফেরত দেবে বলে জানায় আইসিসি।
ট্রেন্ট ব্রিজের এই ম্যাচে টিকিট বিক্রি আগেই শেষ হয়েছে। তবে বেশ কিছু দর্শক স্টেডিয়ামের গেটে এসেছিলেন টিকিট সংগ্রহ করতে। কিন্তু কাগজ প্রিন্টের ঝামেলায় দেড় ঘণ্টার মতো অপেক্ষা করতে হয়। ততক্ষণে ম্যাচটি অর্ধেকের বেশি শেষ।কেননা গতকালের ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে মাত্র ১০৫ রানে গুটিয়ে গেলে ওয়েস্ট ইন্ডিজও ১৪ ওভারের মধ্যে জয় তুলে নেয়। দুই ঘণ্টার কিছু বেশি সময় ম্যাচে ব্যাপ্তি হওয়ায় সেই দর্শকরা পাকিস্তানের ইনিংস দেখতেই পারেননি।
পরে ক্ষমা চেয়ে আইসিসি থেকে জানানো হয়, যারা নির্ধারিত সময়ে মাঠে প্রবেশ করতে পারেনি, তারা টিকিটের পুরো অর্থ ফেরত পাবে।