বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শনিবার বিকেলে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে হার মেনেছে। বাংলাদেশও তাই।
সে কারণে উভয় দলের জন্যই এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। তবে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান বাংলাদেশকে কোনোভাবেই খাটো করে দেখতে রাজি নন। তিনি বাংলাদেশকে থ্রেট মনে করছেন।
মরগান বলেন, ‘বাংলাদেশের বিপক্ষের ম্যাচটি বেশ কঠিন হবে। তারা ভালো দল। আমি মনে করি মানুষ তাদের খাটো করে দেখে। কিন্তু আমরা কোনোভাবেই তাদের খাটো করে দেখছি না। তারা এমনই একটি দল যারা অনেক ম্যাচ খেলেছে। বিশেষ করে তাদের সিনিয়র খেলোয়াড়রা। তারা অনেক ম্যাচ খেলেছে। এমনকী তারা আমাদের সিনিয়র খেলোয়াড়দের চেয়েও বেশি ম্যাচ খেলেছে। সুতরাং তারা থ্রেট। আশা করছি তাদের বিপক্ষে আমরা ভালো খেলতে পারব এবং ওভারকাম করতে পারব।’
ঠিক কোন কোন বিশেষ ক্ষেত্রে বাংলাদেশকে থ্রেট মনে হচ্ছে? এমন প্রশ্নের জবাবে মরগান বলেন, ‘তারা ব্যাট হাতে ভালো। তাদের টপ অর্ডার ভালো। তাদের ভালো স্পিনার রয়েছে। ভালো সিমারও রয়েছে। সব মিলিয়ে তারা ভালো দল।’
প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো ব্যবধানে জেতার পর পাকিস্তানের বিপক্ষে হেরে যায় ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে হারলেও চাপ নিতে রাজি নন মরগান। তিনি বলেন, ‘মোটেও চাপে নেই। আমরা তো একটা ম্যাচ হেরেছি। অবশ্য ওই ম্যাচটি আমার জেতার যোগ্য ছিলাম না। আমরা খুব ভালো খেলতে পারিনি। তবে ভালো ক্রিকেট খেলেছি। আমাদের দুজন সেঞ্চুরি করেছিল। আমর প্রায় ৩৫০ রান ছুঁয়ে ফেলেছিলাম।’