কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের অন্তভর্’ক্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপিরিয়ালের উদ্যোগে গতকাল ৪ ডিসেম্বর শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ ভবন ও আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অসহায় দুস্থ, মেধাবী শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের মাঝে স্বাস্থ্য সেবা ও বিভিন্ন সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন পিআইডি শেখ কবির হোসেন এমজেএফ ।
পরিবেশের উপর সচেতনতা সৃষ্টির উদ্যোগে পরিচ্ছন্ন কর্মীদের সাথে ঝাড়– হাতে পরিচ্ছন্ন কাজে অংশ গ্রহণের মধ্যদিয়ে সকালে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা ৩১৫ এ২ এর সম্মানিত গর্ভনর লায়ন স্বদেশ রঞ্জন সাহা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিজি লায়ন এ.ফ.এস রঈস আহমেদ,কিশোরগঞ্জ জেলা প্রশাসক জি.এস.এম জাফরউল্লাহ, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান,কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. এম এ আফজল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার আসাদ উল্লাহ। দিন ব্যাপী অনুষ্ঠানে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শহরের বিভিন্ন স্কুলের সাড়ে চার হাজার প্রাইমারী স্কুলের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ শিক্ষা সামগ্রী বিতরন, মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে অসহায় দুস্থদের মাঝে ৮০টি সেলাই মেশিন ও ৪০টি হুইল চেয়ার, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরন ও চক্ষু চিকিৎসা প্রদানের জন্য চক্ষু শিবির পরিচালনা করা হয় । এসময় উপস্থিত ছিলেন খ্যাতিমান শিক্ষা সংস্কারক প্রথম ভাইস জেলা গর্ভনর লায়ন এম.কে.বাশার পিএমজেএফ ও দ্বিতীয় জেলা গর্ভনর লায়ন ড.শরিফুল ইসলাম রিপন পিএমজেএফ,ডিজি টিমের সদস্য কেবিনেট সেক্রেটারী ইঞ্জিয়িার আব্দুল ওয়াহাব,কেবিনেট ট্রেজারার কে ইউ খান কামাল,সম্মানিত পিডিজিগন,জেলার কেবিনেট সদস্যসহ ঢাকা ইমপিরিয়াল ক্লাবের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।