ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অবস্থান করছে ১৮৩তম স্থানে। গেল মাসে বাংলাদেশ ছিল ১৮৮তম স্থানে। বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৯২২।
পাঁচ ধাপ উন্নতি হওয়ার পেছনে রয়েছে লাওসের বিপক্ষে ২০২২ কাতার বিশ্বকাপ এর প্রাক-বাছাইপর্বের প্রথম লেগে জয়। যদিও ফিরতি লেগে ড্র করেছে বাংলাদেশ। ঘরের মাঠে দুর্দান্ত খেলে জালের নাগাল পায়নি মামুনুল-জামাল ভুঁইয়ারা। মঙ্গলবার অনুষ্ঠিত ওই ম্যাচে জয় পেলে র্যাঙ্কিংয়ে আরো এগোতে পারত লাল-সবুজের জার্সিধারীরা।
এশিয়ার মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ইরান। তারা রয়েছে ২০তম অবস্থানে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থঅনে আছে ভারত। তারা রয়েছে ১০১তম অবস্থানে। শ্রীলঙ্কা ও পাকিস্তান রয়েছে যথাক্রমে ২০১ ও ২০৫তম অবস্থানে।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের অবস্থা অপরিবর্তিত রয়েছে। ১৭৪৬ পয়েন্ট নিয়ে বেলজিয়াম শীর্ষে, ১৭১৮ পয়েন্ট নিয়ে ফ্রান্স দ্বিতীয় স্থানে, ১৬৮১ পয়েন্ট নিয়ে ব্রাজিল তৃতীয় স্থানে এবং ১৬৫২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে।
প্রথমবারের মতো আয়োজিত উয়েফা ন্যাশন্স লিগের শিরোপা জিতে পর্তুগাল দুই ধাপ উন্নতি করে পঞ্চম স্থানে উঠে এসেছে।