muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বৃষ্টির পর কয়েকদিনের মধ্যেই শীত নামতে শুরু করবে

rain
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ আজ শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই বৃষ্টির পরই শীত নামতে শুরু করবে। চলতি মাসের মাঝমাঝি থেকে জেঁকে বসতে পারে শীত।

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল বিভাগের কয়েকটি স্থানে এবং রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
তামিলনাড়ু-শ্রীলঙ্কা উপকূলের কাছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এছাড়া বিহার এলাকায় রয়েছে পশ্চিমা লঘুচাপ।
সব মিলিয়ে বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। এ কারণে শীত আসি আসি করেও আসছে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
বুধ ও বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে সূর্যের দেখা মেলেনি। চট্টগ্রামসহ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টিও হয়েছে।
আবহওয়া অফিস বলছে, এই বৃষ্টির পরই শীত নামতে শুরু করবে। চলতি মাসের মাঝমাঝি থেকে জেঁকে বসতে পারে শীত।
পূর্বাভাসে বলা হয়েছে, রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকাগুলো ঢেকে থাকতে পারে ঘন কুয়াশায়।
চলতি মাসের শেষার্ধে দেশের বিস্তীর্ণ অঞ্চলে শৈত্যপ্রবাহ (বাতাসে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে) বয়ে যাওয়ারও পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

Tags: