কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৩দিন ব্যাপী মার্কিং স্কীম প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে।
কুলিয়ারচর উপজেলা রিসোর্স সেন্টার প্রশিক্ষন হল রুমে রিসোর্স সেন্টারের উদ্যোগে আয়োজিত মার্কিং স্কীম প্রশিক্ষণের শেষ দিন বৃহস্পতিবার (২০জুন) দুপুরে অনুষ্টিত সমাপনী অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি দানবীর আলহাজ্ব ইয়াছির মিয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ দুলাল মিয়া, সহকারি ইন্সট্রাক্টর স্বাধীন কুমার পাল, কম্পিউটার অপারেটর দ্বিলীপ রায়,১নং কুলিয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোঃ জাকারিয়া, ৪১নং কুলিয়ারচর বাজার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশিদ, পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী মোঃ রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ আঙ্গুর মিয়া, মোঃ ইকবাল হোসেন ও উমর ফারুক অমৃত প্রমূখ।
অনুষ্টানের শুরুতে রিসোর্স সেন্টারের পক্ষ থেকে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়াকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।