muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

জাতীয় সংসদে ৩০০ ঋণখেলাপির তালিকা প্রকাশ

জাতীয় সংসদে দেশের শীর্ষ ৩০০ ঋণখেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম-ঠিকানা প্রকাশ করা হয়েছে,  যাদের কাছে ব্যংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাওনা ৫০ হাজার ৯৪২ কোটি টাকা।

শনিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তালিকা প্রকাশ করেন।  মন্ত্রী বলেন, এই ৩০০ ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংক থেকে ৭০ হাজার ৫৭১ কোটি টাকা ঋণ নিয়ে ৫০ হাজার ৯৪২ কোটি টাকা পরিশোধ করেননি।

সাংসদ বেগম লুৎফুন নেসা খানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ৫ কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন এমন ১৪ হাজার ৭১৫ জন ব্যক্তির পূর্ণাঙ্গ তথ্যও দেন।  ২০০৯ থেকে এসব ব্যক্তি ১ লাখ ১৮৩ কোটি টাকা ঋণ নিয়েছেন।  তবে বাংলাদেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপির সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৩৯০ জন।

Tags: