“জেনে শুনে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মোঃ রেজওয়ান আহাম্মদ তৌফিক। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (প্রশাসন ও ট্রেনিং) এর অতিরিক্ত মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম,পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) দুলাল চন্দ্র সুত্র ধর। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান, কিশোরগঞ্জ টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী হারুন আল মামুন, সহকারী পরিচালক আলী আকবর, পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান আউনুদ্দীন ওয়াহাব প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।