muktijoddhar kantho logo l o a d i n g

ভৈরব

ভৈরবে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন সম্পন্ন

কিশোরগঞ্জের ভৈরবে উৎসব মুখর পরিবেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শহরের সরকারি কেবি পাইলট উচ্চ বিদ্যালয়ে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১ হাজার ৩শ ১৮ জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে নিবার্চিত হন আলহাজ্ব মো.হুমায়ুন কবির।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে হাজী মোশাররফ হোসেন ও সহ-সভাপতি মো.জাহিদুল হক জাবেদ নির্বাচিত হয়েছে।

পরিচালক পদে নিবার্চিত হয়েছেন মোঃ মিজানুর রহমান,তারেক আহমেদ, সৈকত আহমেদ,কাজী মাসউদ উর রহমান, আনোয়ার হোসেন ইমরান,হাজী সাজ্জাত হোসেন মামুন,মো. নিজাম উদ্দিন, মো. হোসেন আলী,রাকিব হাসান রকি,হাজী ইমরান মোল্লা তুহিন,মো. দেলোয়ার হোসেন, মো.সোহেল মিয়া, হাজী মো. আলাউদ্দিন,মোবারক হোসেন।

তাছাড়া নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ করতে গতকাল থেকেই পুলিশ বাহিনীর অর্ধশতাধিক সদস্য দায়িত্ব পালন করেন।

এছাড়াও দেশে উপজেলা পর্যায়ে একমাত্র ভৈরবেই চেম্বার অব কমার্সের সংগঠন রয়েছে। বন্দরনগরী ভৈরবে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি ১৯৮৭ যাত্রা শুরু করে। ২০১৩ সাল পর্যন্ত আলোচনার ভিত্তিত্বে সভাপতি নির্বাচিত হলেও এরপর থেকে একাধিক প্রার্থী থাকার কারণে নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ী নেতা নির্বাচিত করা হয়।

আর অন্যান্য বছরের তুলনায় এবার ব্যপক প্রচার-প্রচারণা এবং উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Tags: