muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে মামলা

kishorganj_map
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরব পৌর মেয়র ও বিএনপি নেতা হাজী মো. শাহিনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে স্থানীয় যুবদলকর্মী রুবেল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরো ৫৫ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

হাজী মো. শাহিন বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে এবারও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মামলার বাদী রুবেল মিয়া বিএনপির বিবদমান দু‌ই পক্ষের মধ্যে গিয়াস উদ্দিন পক্ষের সদস্য। স্থানীয় বিএনপির নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ভৈরব উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি নিয়ে দলটির নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। বিরোধের জের ধরেই মামলাটি দায়ের করা হয়েছে।

ঘোষিত কমিটির পক্ষে অবস্থান নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য শরীফুল আলম। এর বিপক্ষে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন। গত ৩০ নভেম্বর দুপুরে ওই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. শরীফুল আলম তাঁর ভৈরবের বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরীফুল আলমকে নিরাপদে সরিয়ে দেয়।

পৌর মেয়র হাজী মো. শাহিন বলেন, “গিয়াস উদ্দিন ক্ষমতাসীন দলের বি টিম হয়ে কাজ করছেন। তাঁর লোকজনই সেদিন আমাদের ওপর হামলা চালিয়েছে। এখন তারাই উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করেছে।”

Tags: