muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কত্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ” প্রকল্পের আওতায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুন) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ খামার বাড়ীর উপ-পরিচালক মোঃ মতিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমিন, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মোঃ মফিজ উদ্দিন। এতে কিশোরগঞ্জ সদর উপজেলার ১৫০ জন কৃষক প্রশিক্ষণ গ্রহণ করেন।

Tags: