কিশোরগঞ্জ জেলার ইটনায় মরন ব্যাধি ক্যান্সার আক্রান্ত শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবেন কুমার ঘোষের চিকিৎসায় আর্থিক অনুদান দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।
জানা যায়, উপজেলার ধনপুর ইউনিয়নের ঘোষ পাড়া গ্রামের রাধা চরণ ঘোষের ছেলে সুবেন কুমার ঘোষ ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের ভেলুরে ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন আছে। মঙ্গল বার দুপুরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সুবনের সু চিকিৎসায় তার বড় ভাই দুলাল ঘোষের হাতে চৌধুরী কামরুল হাসান ব্যাক্তিগত ভাবে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
এ উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, ইটনা থানার অফিসার ইনচার্জ মুর্শেদ জামান বিপিএম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী ঈসমাহিল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, নাসরিন সুলতানা মুক্তি, উপজেলা প্রশাসনের সকল দাপ্তরিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
ওসি মুর্শেদ জামান বিএমএ সমন্বয় সভায় সকলের উদ্দেশ্যে বলেন সুবেনের সুচিকিৎসায় মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক স্যার আর্থিক অনুদান সহ খোজ খবর রাখছেন। তিনি উপস্থিত সকলকে সুবেনের রোগমুক্তি কামনা ও আর্থিক অনুদান দিয়ে পাশে থাকার আহ্বান জানান।
এ সময় সুবেনের ভাই দুলাল ঘোষ তার ভাইয়ের রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া চান।