muktijoddhar kantho logo l o a d i n g

ক্যাম্পাস

ঢাবির নতুন বছরের বাজেট ৮১০ কোটি টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের বার্ষিক অধিবেশনে ২০১৯-২০২০ অর্থবছরে ৮১০ কোটি ৪২ লাখ টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে।

বুধবার নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এ বাজেট উপস্থাপন করেন।

গত বছর মোট বাজেট ছিল ৭৬১ কোটি ৫৫ লাখ টাকার। এবার ৬৯ কোটি ২৯ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট বাজেট হয়েছে ৮১০ কোটি ৪২ লাখ টাকা। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বরাদ্দ দেয়া হয়েছে ৬৯৪ কোটি ৬৫ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আয় দেখানো হয়েছে ৬৬ কোটি টাকা। বাজেটে সম্ভাব্য ঘাটতি ধরা হয়েছে ৪৫ কোটি ৭৭ লাখ টাকা।

এ বছর গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৬ কোটি ৮৬ লাখ টাকা। যা মোট বাজেটের ২.১ শতাংশ। এ ছাড়া বেতন ও ভাতাদি খাতে ৫৫.৮২ শতাংশ, পণ্য ও সেবা বাবদ ২১.১৯ শতাংশ, বিশেষ অনুদান খাতে ১.৩১ শতাংশ, অন্যান্য অনুদান খাতে ২১.৬৮ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।

অন্যান্য বছর গবেষণা খাতে আলাদা করে বরাদ্দ রাখা হলেও এ বছর পণ্য ও সেবা খাতে এবং অন্যান্য অনুদান খাতের আওতায় এনে গবেষণার জন্য মোট ব্যয়ের ৫.০৪ শতাংশ বরাদ্দ দেখানো হয়েছে। তবে পণ্য ও সেবাখাত বাদ দিয়ে শুধু গবেষণার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৬ কোটি ৮৬ লাখ টাকা। যা মোট বাজেটের ২.১ শতাংশ।

Tags: