কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলায় কাস্তুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সভার মাধ্যমে ব্যতিক্রমী ইউনিয়নের কর আদায়ের দৃষ্টান্ত স্থাপন করেছে।
বুধবার দুপুরে কাস্তুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্টানিক ভাবে টেক্স পরিশোধ অনুষ্টানে চেয়ারম্যান সাইফুল হক রন্টি তার নিজের টেক্স পরিশোধ করেন। কাস্তল ইউনিয়নের সকল নাগরিকই তাদের টেক্স দেবেন বলে আশাব্যক্ত করে চেয়ার ম্যান বলেন ইতিমধ্যে কর বাবদ ৩৯ হাজার ২০০ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে,জনগন উদ্বোর্ধ হয়ে তাদের কর দিচ্ছে কয়েক দিনের মধ্যেই ৮০ ভাগের মত কর আদায় সম্ভব হবে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন বেশ কয়েকজন ইউনিয়ন পরিষদের সদস্য, ইউপির সচিব, উদ্যোক্তা ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।