কিশোরগঞ্জের ইটনায় গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে দিনব্যাপী কর্মশালায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুলফিকার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, ইটনা থানার ওসি তদন্ত আহসান হাবিব, রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারী কলেজের অধ্যক্ষ ইসলাম উদ্দিন, প্রভাষক জসিম উদ্দিন খান প্রমুখ।
কর্মশালায় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, নাসরিন সুলতানা মুক্তি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, মহেশ চন্দ্র সরকারী মডেল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা শাহিনুর ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস হোসেন, মৎস্য অফিসার সৌরভ কুমার দেব, খাদ্য নিয়ন্ত্রক খুরশেদুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা মনিরুজ্জামান মনির, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা রমিজ উদ্দিন, বড়িবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ ভুইয়া, মৃগা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম দুলাল, তথ্য কেন্দ্রের কর্মকর্তা আকলিমা আক্তার, শিক্ষক হাসিনা বেগম, মোজাম্মেল হোসেন প্রমুখ। অনুষ্টান সঞ্চলনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা কামাল উদ্দিন।