muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

শতভাগ বেতন ও পেনশনের দাবিতে কিশোরগঞ্জ পৌর কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি

রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা, কর্মকর্তা কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবিতে দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখা গতকাল মঙ্গলবার সৈয়দ আশরাফ চত্ত্বরে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে।

পৌর কর্মচারীদের অবস্থান কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, জেলা পরিষদ সদস্য মোঃ হাদিউল ইসলাম, সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ পৌরসভা সার্বিস এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ভৈরব পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আলমগীর, ভৈরব পৌরসভা কর্মচারী পরিষদের সভাপতি মোঃ শাহ নেওয়াজ, কটিয়াদী পৌরসভা কর্মচারী পরিষদের সভাপতি সালাহ উদ্দিন, হোসেনপুর পৌরসভা কর্মচারী পরিষদের সভাপতি সহকারী প্রকৌশলী শেখ ফরিদ, করিমগঞ্জ পৌরসভা কর্মচারী পরিষদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বাজিতপুর পৌরসভা কর্মচারী পরিষদের সভাপতি মোঃ কামাল উদ্দিন, কুলিয়ারচর পৌরসভা কর্মচারী পরিষদের সভাপতি পৌর সচিব কারার দিদারুল মতিন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি কিশোরগঞ্জ পৌরসভা কর্মচারী পরিষদের সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মাস্তান, কিশোরগঞ্জ পৌর পৌরসভা কর্মচারী পরিষদের সভাপতি আলহাজ মোঃ আনোয়ার হোসেন ভূঞা, সাধারণ সম্পাদক মোঃ রুকন উদ্দিন প্রমুখ। বক্তারা পৌর কর্মকর্তা কর্মচারীদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

হুশিয়ারী উচ্চারণ করে বক্তারা বলেন, ১৪ জুলাইয়ের আগে পৌর কর্মকর্তা কর্মচারীদের দাবি মেনে না নেওয়া হলে ঢাকা প্রেসক্লাবে দেশের সকল পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা মহাসমাবেসসহ অবস্থান কর্মসূচি পালন করবে। কর্মসূচিতে কিশোরগঞ্জ জেলা ৮টি পৌরসভার কর্মকর্তা কর্মচারী অংশনেন। এর আগে গত ১ জুলাই কিশোরগঞ্জ পৌরসভা কর্মচারী পরিষদ পৌরসভা প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করে।

Tags: