কিশোরগঞ্জে মো. হারুন অর রশিদ নামে এক মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) কিশোরগঞ্জ মডেল থানায় এ ব্যাপারে অভিযোগ দাখিল করেছেন তিনি।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ২৬ জুন সাক্ষীসহ মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ ভাগিনার হারানো টাকা আনতে গেলে বিবাদী অন্তর তর্কাতর্কির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাদের সবাইকে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
২৮ জুন সন্ধ্যার দিকে ঐ মুক্তিযোদ্ধাকে একা পেয়ে অভিযুক্তগণ মিলনগঞ্জ বাজারে গালিগালাজ করে। তখন প্রতিবাদ করতে গেলে এলোপাতারিভাবে ঐ মুক্তিযোদ্ধাকে কিল ঘুষি দিয়ে জখম করে তারা। তখন চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন এসে উদ্ধার করে। পরে তারা ঐ মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে অভিযোগ দাখিলের সত্যতা স্বীকার করে মুক্তিযোদ্ধার কণ্ঠের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা নিছার আহমদ, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ মান্নান, বাছির উদ্দিন ফারুকীসহ ১০ জন মুক্তিযোদ্ধার উপস্হিতিতে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়া হবে।