muktijoddhar kantho logo l o a d i n g

অষ্টগ্রাম

অষ্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় ৯ দিন ব্যাপি রথযাত্রা শুরু

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সনাতন ধর্মালম্ভীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উদ্ভোধন করা হয়েছে।

৯ দিন ব্যাপি কর্মসৃচির মধ্যে বৃহস্পতিবার অষ্টগ্রামের শ্রী শ্রী নরসিংহ দেবের আখড়ায় অনুষ্টানের শুভ উদ্ভোধন করা হয়।এ উপজেলা ও পাশ্ববতী উপজেলারর হাজার হাজার সনাতনী বক্তরা যোগদান করেন।

শ্রী শ্রী নরসিংহ দেবের আখড়া ও অষ্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি দেবপদ চক্রবতীর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম অনুষ্টানিক ভাবে শুভ উদ্ভোধন করেন। এসময় অতিথি ও আলোচকদের মধ্যে ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি দেবেশ দাস, রথযাত্রা কমিটির সভাপতি জীবনময় শীল, সম্পাদক সন্তোষ কুমার দেব, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান কাসেদ মিয়া, কলমা ইউনিয়নের চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস, বিশ্ব রঞ্জন দাস প্রমূখ।

পরে হাজার হাজার নারী পুরুষ বনাঢ্য শুভযাত্রায় জয় জয় জগন্নাথ শ্লোগাওে মুখরিত অবস্থায় পূর্ব অষ্টগ্রাম, অষ্টগ্রাম সদর, কাস্তুল, দেওঘর ইউনিয়নের বিভিন্ন মন্দিরসহ প্রায় ১৪ কিলোমিটার গুরুত্বপৃর্ণ রাস্তা প্রদক্ষিন শেষে বাংগাল পাড়া গুন্ডিচা মন্দিরে রথের বিগ্রহ সংরক্ষন করে। রথযাত্রা অনুষ্টান চলবে আগামী ১২ই জুলাই পর্যন্ত।

Tags: