কিশোরগঞ্জের হাওর অষ্টগ্রাম উপজেলা প্রসাশনের উদ্যেগে গভর্নেন্স ইনভেনশন ইউনিটের সহযোগিতায় দিন ব্যাপি স্থানীয় পর্য্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এস ডি জি ) বাস্থবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে।
বৃস্পতিবার উপজেলা পরিষদের সম্প্রসারিত হলরুমে এ কর্মশালায় উদ্ভোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মেদ তৌফিক। উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা কাউসার আজিজের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকতা (ভারপ্রাপ্ত) জুলফিকার হোসেন, ভাইস চেয়াম্যান মানিক কুমার দেব প্রমূখ।
এই কর্মশালা জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, ধমীয়নেতা, এনজিও কমী, সাংবাদিক, কৃষকপ্রতিনিধি, ব্যবসায়ী, নারী উদ্যেক্তা, স্কুল কলেজের শিক্ষার্থী অংশ গ্রহন করেন।